মাজিদুল ইসলাম উজ্জ্বল:
গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা সড়ক দূর্ঘটনায় নিহত আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরের ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার’-এর দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখে। বুধবার বিকেলে ক্যাম্পাস থেকে ক্লাস করে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হয় শিক্ষার্থী মনির।
প্রায় ২ ঘন্টা বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা ৫ দফা দাবি দিয়ে অবরোধ তুলে নেয়।
৫ দফা দাবিগুলো হলো:
১. সড়ক দুর্ঘটনায় ড্রাইভারসহ দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
২.নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।
৩. সড়ক দুর্ঘটনায় নিহত মনির হোসেনের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
৪. ট্রাফিক আইন বাস্তবায়ন করতে হবে
৫.কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত মহাসড়ক সংস্কার করতে হবে।