ইবিতে শিক্ষার্থীবান্ধব ভিসি নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ 

মাজিদুল ইসলাম উজ্জ্বল,

সৎ, যোগ্য, দুর্নীতি মুক্ত, শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল ও ছাত্র সমাবেশ হয় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সাবেক ভিসি পদত্যাগের পর থেকে নতুন ভিসি নিয়োগ না হওয়ায় একাডেমিক স্থবিরতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও প্রধান ফটকে গিয়ে ছাত্র সমাবেশে মিলিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার সমন্বয়কের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই মিছিল টি। উক্ত সমাবেশে সমন্বয়ক, সহ সমন্বয়কবৃন্দ এবং  বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

মিছিলে রেকর্ড দেখে ভিসি দিন দুর্নীতির খবর নিন, ক্লিন ইমেজের ভিসি চাই, ক্লাস চাই পরীক্ষা চাই অবিলম্বে ভিসি চাই, সেশনজটের কবর চাই, সংস্কার মনা ভিসি চাই, সৎ ও সাহসী ভিসি চাই, ইবির আঙিনায় দুর্নীতিবাজের ঠাঁই নাই সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশ করে বক্তব্য রাখেন ছাত্র নেতারা। এসময় তারা বলেন, আমরা এমন ভিসি চাই, যারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না, দুর্নীতি করবে না, কোনো লেজুড়বৃত্তিক কর্মকাণ্ডে জড়িত থাকবে না। আমরা সৎ, যোগ্য, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব ভিসি চাই। যিনি প্রকৃত অর্থেই শিক্ষার্থীদের অভিভাবক হয়ে থাকবেন।  বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূর করবেন, একাডেমিক স্থবিরতা দূর করবেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *