দুবাই তে ৫৭ জন আটক সবাইকে দণ্ড মওকুফের ঘোষণা  

নিজস্ব প্রতিবেদক, 

 জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতা দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে এর রেষ ছড়িয়ে পরলে নিউইয়র্ক, লন্ডন, বার্লিন, প্যারিস,দুবাই, কলকাতা  সবখানে এই আন্দোলনের সমর্থনে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করেছিলেন প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা। কিন্তু মিডলইস্টের দেশগুলো তে সরকারের আগাম অনুমতি ছাড়া কোনো মিছিল, সেমিনার করা বেআইনী,আগাম অনুমতি না নিয়ে  দুবাই শহরের কিছু  প্রবাসী বাংলাদেশি  বিক্ষোভ মিছিল করলে এই দেশের নিয়ম অনুযায়ী তারা আইন অমান্য করাই ৫৭ জন কে বিভিন্ন দণ্ডে দণ্ডিত করেন ঐ দেশের সরকার । এর মধ্যে তিনজনকে যাবত জীবন কারাদণ্ডে দণ্ডিত করছিলেন। দেশে সাজাপ্রাপ্তদের স্বজনরা অনেক কাকুতিমিনতি করলে শেখ হাসিনা সরকার উল্টো তিরস্কার করে বলছিলেন তারা কেনো ঐখানে বেআইনি কাজ করতে গেছিলো। শেখ হাসিনার সরকারের এমন অপেশাদার মন্তব্য শুনে স্বজনরা আশাহীনতা ভুগছিলেন। যখন হাসিনা সরকারের ৫ অগাস্ট পতন হয় তখন ডুবাইতে তে আটক হওয়া সব স্বজনরা আশার আলো দেখতে পান, এছাড়া এটা নিয়ে ছাত্র সমাজ থেকে শুরু করে সব সচেতন নাগরিক সজাগ ছিলেন। তাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে তাদেরকে এটা নিয়ে পদক্ষেপ নিতে অনেকে অনুরোধ করেন। অন্তর্বর্তীকালীন সরকার এটা নিয়ে কুটনৈতিক প্রচেষ্টা শুরু করেন এবং তারা এটাতে সফল হন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কুটনৈতিক প্রচেষ্টায় তারা সংযুক্ত আরব আমিরাত কে তাদের সাজা মওকুফ করতে অনুরোধ করেন। সংযুক্ত আরব আমিরাত সরকার বিষয় টি মাথায় নিয়ে দণ্ডিত ৫৭ জন সবাইকে মওকুফ করার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *