ক্লাস শুরুর দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর অনশন

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্র ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে ৩ ঘণ্টা অবস্থান করেছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবারও এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে জানায় তারা।

অবস্থানরত শিক্ষার্থীরা হলেন, মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শফিকুল আজম ভূঁইয়া আকাশ, চারুকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্ক এবং লোকপ্রশাসন বিভাগের একই বর্ষের ছাত্র মোফাজ্জল হোসাইন বরকত।

অবস্থানকারীদের পাশে ‘বন্ধ ক্লাসরুম খুলে দাও, সেশনজট রুখে দাও’, ‘আমি আদুভাই হতে চাই না, প্রশাসনের নামে প্রহসন চাই না’, ‘তুমি কে, আমি কে? আদু ভাই, আদু ভাই’, ‘বন্ধ থাকুক ক্লাস-এক্সাম জাতি হোক কাবু, ডিম পাড়া হাঁস খাক দারোগা বাবু’সহ বিভিন্ন ফেস্টুন দেখা যায়।

গত পহেলা জুলাই থেকে শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিল ও শিক্ষার্থীদের কোটা সংস্কার  আন্দোলনের জন্য শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে যায়। তারপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপাচার্য, উপ উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা, ছয় হলের প্রভোস্টসহ অনেক দপ্তর প্রধান পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের পর থেকে প্রশাসনিক কিছু কাজ চললেও আটকে থাকা ক্লাস পরীক্ষা আর শুরু হয়নি। তখন থেকেই শিক্ষার্থী ক্লাস পরীক্ষা চালুর দাবি জানিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *