ক্রীড়া প্রতিবেদক,
গত ৫-ই আগস্টে গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর দেশের সব ক্ষেত্রেই লেগেছে পরিবর্তনের হাওয়া। এর ব্যতিক্রম থাকছে না ক্রীড়াঙ্গনেও। এই সংস্কারের অংশ হিসেবে ২১ আগস্ট দেশের সব জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, উপজেলা ক্রীড়া সংস্থা এবং উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
এই ধারাবাহিকতায় আজ দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থায় সাত সদস্যের অ্যাডহক কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটির কাঠামোতে রাখা হয়েছে একজন করে ছাত্র প্রতিনিধি এবং একজন ক্রীড়া সংবাদিকও।
আমিনুল ইসলাম স্বাক্ষরিত (জাতীয় ক্রীড়া পরিষদের সচিব) এক চিঠিতে আজ জানানো হয়েছে, বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক হবেন বিভাগীয় কমিশনার। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক হবেন জেলা প্রশাসক এবং উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক উপজেলা নির্বাহী কর্মকর্তা।