গাজীপুরের এক ঝাঁক শিক্ষার্থী দিনরাত কাজ করে যাচ্ছেন বন্যা দুর্গত মানুষের জন্য 

নিজস্ব প্রতিবেদক, 

ঘর বন্দি বানবাসী মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ফান্ড সংগ্রহ করে স্বেচ্ছাসেবী হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন অনেক মানবিক মানুষ। বিশেষ করে শিক্ষার্থীরা এ কাজে নিজেদেরকে নিয়েগেছেন অনন্য উচ্চতায়। 

গাজীপুরের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন বন্যা দুর্গত বিভিন্ন অঞ্চলে। এর মধ্যে একটি টিম কাজ করেছে ফেনী- নোয়াখালীর বিভিন্ন প্রত্যন্ত এলাকায়। তারা ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে হাজীপুর,শরীফপুর, চৌমুহনী, সিলোনিয়া,সেনবাগ,মাইজদী,ফেনী পৌরসভা প্রভৃতি অঞ্চলে প্রায় ১০০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে। তাদের এই কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে ফান্ড সংগ্রহে নিয়োজিত থাকা সদস্য স্মৃতি মিত্র। 

তিনি বলেন, ‘আমরা ফান্ড সংগ্রহ করে আমাদের ত্রাণ বিতরণকারী গ্রুপকে নিয়মিত সহায়তা করে যাচ্ছি। তারা সরজমিনে বাড়ি বাড়ি গিয়ে তা পৌঁছে দিচ্ছে বন্যা কবলিত প্রান্তিক জনগোষ্ঠীর কাছে।’

 ত্রাণ বিতরণে নিয়োজিত থাকা সাব্বির শিকদার এক ভিডিও বার্তায় জানায়  আমরা বর্তমানে আছি নোয়াখালীর নাজিরনগরে, এখানকার অবস্তা খুবই খারাপ, এখানে এখন পর্যন্ত কোনো খাবারই আসেনি। প্রত্যন্ত অঞ্চলে কোন খাবার পৌঁছাতে পারছেনা অনেক সংস্থা। কাজেই প্রত্যেক সংস্থার রিমোট অঞ্চলে ত্রাণ পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *