নিজস্ব প্রতিবেদক ,
ইসরায়েলি হামলায় ৭ অক্টোবর থেকে ৩২০ দিনে গাজা উপত্যকায় ৪০,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে প্রায় ১৭,০০০ শিশু রয়েছে। এটি গাজার সমস্ত শিশুর ২.৬ শতাংশ ।
.
সূত্র বলছে ইসরায়েলি হামলায় প্রতিদিন প্রতিদিন কমপক্ষে ৫৩ জন শিশু নিহত হয়েছে এবং ৭২ জন পুরুষ ও মহিলা নিহত হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে উল্লেখ করে, ‘ধ্বংসস্তূপের নিচে অন্তত ১০,০০০ নিখোঁজ রয়েছে, যাদের অধিকাংশই মৃত বলে ধারণা করা হচ্ছে।’
মাধ্যমটি আরও উল্লেখ করে, ‘গাজায় যত মানুষ মারা গেছে তাতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে যত লোক ধারণ করে তার দ্বিগুণ হবে। যদি প্যারিসে ৪০,০০০ জন লোক একে অপরের পাশে শক্তভাবে দাঁড়িয়ে থাকে, প্রথম ব্যক্তি নটর-ডেমে এবং শেষ ব্যক্তিটি ভার্সাইতে থাকবে। লাইনটি ২৪ কিলোমিটার দীর্ঘ হবে।’
যদি ৪০,০০০ জন মানুষ হাত মেলায়, দূরে দাঁড়িয়ে মানববন্ধন তৈরি করে, তারা পুরো ম্যানহাটন দ্বীপকে ঘিরে ফেলতে পারে। সেই শৃঙ্খলের শুরু থেকে শেষ পর্যন্ত হাঁটতে একজন ব্যক্তিকে ঘণ্টায় গড়ে ৫ কিমি বেগে হাঁটতে ১২ ঘণ্টা সময় লাগবে।’
নিহত ৪০,০০০ মানুষের মধ্যে ১৮.৪ শতাংশ নারী এবং ৩৩ শতাংশ শিশু।
গাজার প্রাক-অক্টোবর ২ মিলিয়ন জনসংখ্যার প্রায় অর্ধেক ছিল শিশু। নিহত ৪০,০০০-এরও বেশি লোকের মধ্যে প্রায় ১৭,০০শিশু। তারা ৫৫০টি শ্রেণিকক্ষ পূরণ করতে পারে।
৫০০ টিরও বেশি স্কুল আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। ১০মাসের যুদ্ধে, গাজার ফিলিস্তিনি শিশুরা একটি সম্পূর্ণ শিক্ষাবর্ষ মিস করেছে।