গাজি টায়ার্সে আগুনে প্রায় ১৭৫ জন মানুষ গুরুতর  আহত 

নিজস্ব প্রতিবেদক, 

নারায়নগঞ্জের ১ আসনের সাবেক এমপি এবং বস্ত্র পাট প্রতি মন্ত্রী গ্রেফতার হওয়ার খবর প্রচার হলে রূপগঞ্জের রূপসী এলাকায় তার মালিকানাধীন প্রতিষ্ঠান গাজি টায়ার্সে দুর্বৃত্তরা হামলা এবং লুটপাট চালায়। আর অন্য একটি দল অস্ত্র -সস্ত্র নিয়ে লুটপাট করা দুর্বৃত্তদের বাঁধা দিতে গেলে তাদের সাথে এক পর্যায়ে হাতাহাতি থেকে সহিংসতা পর্যায়ে চলে গেলে অস্ত্র নিয়ে আসা বাহিনীরা সংখ্যা কম হওয়ায় তারা পিছু হটতে বাধ্য হয়।  কিন্তু তাঁরা এক পর্যায়ে লুটপাট করতে থাকা অসংখ্য মানুষ যখন কারখানার ভিতরে ছিলেো, তখন তারা বাহিরের মেইন দরজা বন্ধ করে দিয়ে আগুন লাগিয়ে দেন। এই আগুন ভয়াবহ ভাবে ধারণ করে সম্পূর্ন  ৬ তালা ভবনের কারখানা টি তে ছড়িয়ে পরে। এতে ভিতরে আটকা পরা সব মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। 

স্থানীয় সূত্র বরাতে ঐখানে প্রায় ১৭৫ জনের মতো মানুষ আটকা পরছে বলে ধারণা করা হচ্ছে।  আরো সবচেয়ে খারাপ খবর হচ্ছে আটকা পরা ১৭৫ জনের অধিকাংশ নিহত হইছে বলে ধারণা করা হচ্ছে। যদি এই হতাহত এবং নিহতের ঘটনা সত্যি হয় তাইলে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের সূচনালগ্নে খুবই বড়ো একটা দূর্ঘটনা হতে যাচ্ছে। এই ধরনের হাতাহাতি, সহিংসতা, রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা সৃষ্টি হচ্ছে, তাই বিশেষজ্ঞদের মতে এই অন্তর্বর্তীকালীন সরকারের যতো তাড়াতাড়ি সম্ভব পুলিশ কে পূর্ণ সমর্থন এবং শক্তি দিয়ে তাদের কাজে ফিরার তাগিদ দিতে হবে, অন্যতায় এরকম ঘটনা ঘটতে থাকবে যার ফলে অশান্তি লেগে থাকবে।  তাঁরা আরো মতামত দেন দরকার হলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীরদেরও এগিয়ে আসতে হবে। তাঁরা আশা করছেন অন্তর্বর্তীকালীন সরকার এটাকে জোরালো গুরুত্ব দিয়ে এটার উপর যতো তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *