প্রতিবেদক,
আতিকুর রহমান চৌধুরী
পাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের চেয়ারে আসীন হতে যাচ্ছেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর নিয়াজ আহমেদ। বর্তমানে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করছেন, (অতিরিক্ত দায়িত্বে ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব রয়েছেন) ।
১০ আগস্ট সাবেক উপাচার্য এস এম মাকসুদ কামাল ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক প্রদান চেয়ারটি শূন্য হয়। এই শূন্য উপাচার্যের চেয়ার টি তে কে বসতে যাচ্ছে এতোদিন অনেকের গুঞ্জন শুনা গেলেও অন্তর্বর্তীকালীন সরকার ৩০ তম ভিসি হিসাবে প্রফেসর নিয়াজ আহমেদ কে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রফেসর নিয়াজ আহমেদ চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগড়া উপজেলার চুনতী ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সাইন্স থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে। এছাড়া কমনওয়েলথ বৃত্তি নিয়ে ইউনিভার্সিটি অফ ওয়েলস সোয়ানসি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তী তে বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করেন। এবং এশিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলোজি তে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসাবে কাজ করেন।
বিশ্বের অনেক নামীদামী জার্নালে তার জার্নাল পাবলিশ হয়েছে।