আব্দুল করিম সাহিত্য মিলনায়তনে হয়ে গেলো লেখকদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক, 

আদর্শ, আলোচনা এবং আড্ডা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার, 24 আগস্ট, বিকাল 4 টায় আব্দুল করিম সাহিত্য মিলনায়তনে (বিশ্ব সাহিত্য কেন্দ্র ঢাকা) অনুষ্ঠিত হয়েছে দেশ বরেণ্য লেখকদের আলোচনা অনুষ্ঠান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙালি জাতীয়তাবাদের ভবিষ্যৎ লেখক ফাহাম আবদুস সালাম, উপস্থিত ছিলেন বাংলাদেশের অভ্যুত্থান-পরবর্তী অর্থনীতির রূপান্তরের লেখক জিয়া হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এহসান মাহমুদ,( লেখক ) সালাহউদ্দিন শুভ, ( লেখক ) মাহবুব রহমান, ( প্রকাশক )  মো. ফয়েজ আহমেদ তৈয়ব, ( লেখক ) মাহমুদ মোরশেদ, (লেখক) প্রমুখ। 

লেখকগণ তাদের আলোচনায় বহুবিধ বিষয় তুলে ধরেণ। প্রকৃত ইতিহাস এবং ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে লেখদের অবদান অনস্বীকার্য। কাজেই হাজার মৃত্যু ঝুঁকি থাকা সত্বেও প্রকৃত লেখক কখনই সত্য আড়াল করেনা । লেখক কোন নির্দিষ্ট দলের, সময়ের বা স্থানের নয়। লেখকের জন্ম হয় সর্বকালের সকল মানুষের জন্য। একজন লেখকের কলম সবার কথা বলে। আদর্শ লেখক হতে হলে চর্চার বিকল্প নেই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *