নিজস্ব প্রতিবেদক,
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে ফেনী হতে এক বন্যার্ত অভিযোগ করেছেন যে স্বেচ্ছাসেবীদের অনেকেই সো-অফ করছেন ত্রাণ প্রদানের সময় দুর্গতদের ছবি তুলছেন। ফলে ত্রাণ কর্মসূচি ও উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্বেচ্ছাসেবীদের এমন আচরণ ত্রাণ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করে তুলছে। সম্প্রতি ভাইরাল হওয়া আরো একটি ভিডিও ক্লিপে দেখা যায় একদল স্বেচ্ছাসেবী ত্রাণ দিতে এসে টিকটক রিলস বানাচ্ছে। কুমিল্লার বুড়িচং থেকেও এক বন্যার্ত স্বেচ্ছাসেবীদের শো-অফের অভিযোগ তোলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ধরনের শো-অফ ত্রাণ প্রদানের সময় বন্যার্তদের ছবি হতে বিরত থাকতে স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানানো হয়।