ফেনীর দাগনভূঞায় দুর্গত মানুষদের মধ্যে আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ-শুরু

নিজস্ব প্রতিবেদক, 

চলমান বন্যা পরিস্থিতিতে আস সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ শুরু হয়েছে।  ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক লাইভে এসে কর্মসূচীর একাংশ দেখান। 

আর আগে গত বৃহস্পতিবার ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। তিনি তার পোস্টে লেখেন, গত বুধবার (২১ আগস্ট) তাৎক্ষণিক ১০ টন খেজুর, ১০ টন চিড়া, ৫ টন চিনি, ৫ টন লবণ ও অন্যান্য ত্রাণসামগ্রী নিয়ে আমাদের তিনটি ট্র্যাক ফেনীর উদ্দেশে চলে গেছে। সেসব মালামাল পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ‘যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই, এজন্য প্রথম ধাপে আমরা ৫ হাজার পরিবারকে ২ কেজি খেজুর, ২ কেজি চিড়া, ১ কেজি লবণ ও ১ কেজি চিনি করে দিচ্ছি। এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা, যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয়। এ কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনীসহ অনেকে ইতোমধ্যে করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *