গত (২৩ আগস্ট) রাত ১১:৩০ মিনিটে সিলেট জাকিগঞ্জ সীমান্ত পাড়ি দিয়ে ভারত অনুপ্রবেশ করতে চাইল সাবেক বিতর্কিত বিচারপতি মানিক সন্দেহ করে একজন কে আটক করেন বিজিবি। এখনো শেষ খবর পাওয়া পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য তাকে স্থানীয় বিজিবি ক্যাম্পে নেওয়া হয়েছে। বিশস্ত সূত্র মতে নিশ্চিত হওয়া গেছে আটক হওয়া লোকটি বিচারপতি মানিক। সম্প্রতি চ্যানেল আই এর একটি টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী কে রাজাকার বলে তীক্ষ্ণ ভাষায় গালিগালাজ করার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হলে উনি চরমভাবে বিতর্কিত হয় জনমনে।