বন্যা কবলিত এলাকায় ফ্রি মিনিট- ইন্টারনেট ঘোষণা করেছে অপারেটররা

চলমান বন্যা পরিস্থিতিতে ফেনি, নোয়াখালীসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বেশকিছু এলাকায়। গতকাল রাতে গ্রামীণফোন, রবি, টেলিটক, বাংলালিংক অপারেটর কোম্পানিগুলো পৃথকভাবে মিনিট ও ইন্টারনেট ফ্রি ঘোষণা করেছে।

সূত্র বলছে টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে স্বরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। পাশাপাশি দেখা দিয়েছে নদীভাঙন। কোথাও কোথাও বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। আখাউড়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্নস্থানে গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে পড়েছে লাখো মানুষ। পানিবৃদ্ধির কারণে বিপাকে পড়েছে মৎসচাষী ও পোলট্রি খামারীরা। ফেনী ও নোয়াখালীতে ভসে গেছে শত শত ঘেরের মাছ। এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুতহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। এমতাবস্থায় গতকাল রাতে গ্রামীণফোন, রবি, টেলিটক, বাংলালিংক অপারেটর কোম্পানিগুলো পৃথকভাবে মিনিট ও ইন্টারনেট ফ্রি ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *