
গত ১৬ জুলাই (২০২৪ ইং) থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে তীব্র আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়। তীব্র এই আন্দোলনে দিনাজপুর সরকারি কলেজের দর্শন বিভাগের ছাত্র শরিফুল ইসলাম শিমুল কলেজ ক্যাম্পাসসহ আশেপাশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন।
তীব্র আন্দোলনে তিনি বিশেষ অবদান রাখায় স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের পক্ষ থেকে তাকে ২৮ অক্টোবর(সোমবার,২০২৪) বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।
তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সরকারের স্বৈরাচারী পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি। আমি মনে করি,আমার এই সম্মাননা স্মারক অর্জনের চেয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি বলে নিজেকে গর্ববোধ করি।