ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জোট “ঐক্যমঞ্চ”।
আজ ১০ সেপ্টেম্বর ২০২৪, রোজ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় টিএসসিসি ঐক্যমঞ্চের কক্ষে মোছাঃ রাবেয়া খাতুনের সভাপতিত্বে ঐক্যমঞ্চের অধিভুক্ত ১২ টি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে, ল অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি (LAES) এর দায়িত্বশীল এর সম্মতিক্রমে ঐক্যমঞ্চের দায়িত্ব গ্রহন না করায় আগামী ৩১-১২-২০২৪ ইং পর্যন্ত আহ্বায়ক হিসেবে লণ্ঠন এর বর্তমান সভাপতি ইয়াশিরুল কবির সৌরভ ও সদস্য সচিব হিসেবে বুনন এর সভাপতি নাহিদুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব ইসলামী বিশ্ববিদ্যালয় এর সাবেক সভাপতি ও বর্তমান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনঞ্জুরুল ইসলাম নাহিদ। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ফান্ডের বিষয় উল্লেখপূর্বক ঐক্যমঞ্চের পরবর্তী কার্যক্রমের বিষয়ে দিক নির্দেশনা দেন।
সদস্য সচিব হিসেবে মোঃ নাহিদুর রহমান ঐক্যমঞ্চের পরবর্তী কার্যক্রমে এর অধিভুক্ত সংগঠন গুলোকে স্বতস্ফুর্ত অংশগ্রহণে আহ্বান করেন।
এসময় অন্তর্বর্তীকালীন আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনালগ্নে ঐক্যমঞ্চের দায়িত্ব পালনে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দাবি আদায়ে সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।
সর্বোপরি বিদায়ী আহ্বায়ক মোছাঃ রাবেয়া খাতুন উল্লেখ করেন, ঐক্যমঞ্চ আসলে সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোর ঐক্যের জায়গা ৷ সবাইকে একতাবদ্ধ হয়ে বিশ্ববদ্যালয় ও দেশের সংকটকালীন সময়ে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। সুতরাং নতুন দায়িত্বশীলদের প্রতি আহ্বান থাকবে সব সংগঠনকে নিয়ে শান্তিপূর্ণভাবে ঐক্যমঞ্চকে পরিচালনা করার।