ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাওয়ালী গানে হাজারো শিক্ষার্থীর ঢল

মাজিদুল ইসলাম উজ্জ্বল,

“শহিদদের স্মরণে ও আধিপত্যের বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা ” শিরোনামে জাগ্রত মঞ্চের ব্যানারে অনুষ্ঠিত হয় এই জনপ্রিয় গানের আসর। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায়  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠানটি শুরু হয়ে রাত প্রায়  ৯টা পর্যন্ত চলে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আরও কিছু শিল্পীর কন্ঠে দফের তালে তালে শোনা যায় জনপ্রিয় গানগুলো।  ইসলামী গানের পাশাপাশি দেশত্ববোধক ও প্রতিবাদী গানও শোনা যায়। কয়েকটি আবৃত্তি ও করা হয় উক্ত মঞ্চে। 

জাগ্রত মঞ্চের এই আয়োজনে ইবির ছাত্র শিক্ষক ছাড়াও আশেপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতা মিলে কয়েক হাজার মানুষের উপচে পড় ভীড় লক্ষ্য করা যায় এই কাওয়ালী সন্ধ্যায়।

গানের সুরে সুরে এবং প্রতিবাদী স্লোগান-তাকবীরে জমায়েত প্রকম্পিত করে তোলে উৎসুক ছাত্র জনতা।

গানের আয়োজকরা জানায়, ফ্যাসিবাদের আমলে সুস্থ সামাজিক বিনোদনের স্বাধীনতা ছিলো না। এখন থেকে এমন আয়োজন আরও করা হবে বলে আস্বস্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *