“আল্লাহ আকবার” তাকবির দেওয়াকে কেন্দ্র করে উত্তাল ইবি ক্যাম্পাস!

ইবি প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২২ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বেলা ১১ টায় ক্যাম্পাসের বটতলা থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে। “লিল্লাহি তাকবির, আল্লাহু আকবার” কে রাজনৈতিক স্লোগান এবং একটি বিশেষ গোষ্ঠীর স্লোগান হিসেবে আখ্যায়িত করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি করা হয় বলে জানা যায়।

প্রসঙ্গত, বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুক পেজ ‘সংবর্ত ৩৬’ এ একটি ফেসবুক লাইভ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক বৃন্দ। অতিথিদের প্রশ্ন করার একপর্যায়ে অনুষ্ঠানের উপস্থাপিকা জান্নাত মীম (গণিত বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী) বলেন,
এটা ছিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাহলে, স্বাধীনতার দিনে মেইন গেটে “লিল্লাহি তাকবির আল্লাহ আকবার” কেন দেওয়া হলো? এখানে তো অন্যান্য ধর্মের শিক্ষার্থীও ছিলো, তাহলে এই স্লোগান কারা দিয়েছে এবং এটা দিয়ে কি বোঝানো হয়েছে?
তিনি আরও বলেন, ” এই আন্দোলন চলাকালীন সামনের সারিতে কিছু মানুষ আমরা দেখতে পাই যারা সমন্বয়ক কমিটিতে ছিল না। কোন একটা রাজনৈতিক দলের পোস্টেড নেতা তারা। এই স্লোগান কি তারা দিয়েছিল?”
এছাড়াও এই অনুষ্ঠানে একজন অতিথি ইসলামিক জ্ঞান চর্চার কথা বললেও আয়োজকদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করে, এই অনুষ্ঠানের আয়োজকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইবির সমন্বয়কদের অপ্রাসঙ্গিক প্রশ্নের মাধ্যমে বিতর্কিত করার চেষ্টা করে।

সঞ্চালকের এমন মন্তব্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। বিভিন্ন পোস্ট, কমেন্ট এবং ফেসবুক লাইভ এর মাধ্যমে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাতে থাকে। এই প্রতিবাদীটি অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১ টায় শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মিছিল শেষে শিক্ষার্থীরা সমবেত হয়ে বক্তব্য প্রদান করে। তখন বক্তারা জানায়, “এখনো ক্যাম্পাসে ছাত্রলীগ ও ফ্যাসিবাদ সরকারের দোসররা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। এই ক্যাম্পাসে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যার যার ধর্ম পালন করবে, আমরা তাদের উপাসনালয় পাহারা দেব, তবুও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপরাধে জান্নাত মীম এর নামে মামলা করা হবে “
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ” নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার কারণে, ভয় করিনা মরণে। তাকবীর শুনে জ্বললে গা, ক্যাম্পাস ছেড়ে চলে যা। তাকবীর হবে সংসদে, তাকবীর হবে ক্যাম্পাসে ” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে গতকাল রাতে অভিযুক্ত ছাত্রী তার ফেসবুক একাউন্টে ক্ষমাপ্রার্থনা করেন এবং তার বক্তব্যে ভুল বুঝাবুঝি হয়েছে বলে দাবি করেন।